ব্লগারের পরিচয়

My photo
কোলকাতা, পশ্চিম বঙ্গ, India

Tuesday 26 August, 2008

স্মৃতি

স্বপ্নগুলো মোর ঢেকেছে বিষাদে
স্মৃতিগুলো তাই আজ নিরবে কাঁদে
কেন পারিনা তোমাকে ভুলে যেতে
পিছু ডাকে স্মৃতি প্রতি রাতে
কেন চোখে জল আসে
কেন মনে পড়ে তোমাকে

জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়
চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে কূল
ভুল সবই ভুল

পাবে না তো খুঁজে কেউ আমার খবর
মনের অনেক নিচে দিয়েছি কবর
যদি কেউ আসে তবে বোলো আমি নেই
চোখে জল আসবে মনে পড়লেই
ফুটেছে আমার বুকে ব্যথার বকুল
ভুল সবই ভুল

1 comment:

Anonymous said...

emm... love this text

Blog Archive